kolkata

1 year ago

Mamata Banerjee : দালালরাজের বিরুদ্ধে বিধানসভায় কড়া বার্তা মমতার

Mamata Banerjee
Mamata Banerjee

 

কলকাতা, ২৫ নভেম্বর  : হাসপাতালে দালালচক্রের অভিযোগ উঠছে প্রতিনিয়ত। ভুরি ভুরি অর্থ খরচ হয়ে যায়, অথচ মেলে না সঠিক চিকিৎসা। এবার বিধানসভায় এর বিরুদ্ধেই সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দালালের খোঁজ পেলে দ্রুত জেলা পুলিশকে জানান।

বিধানসভায় দাঁড়িয়ে স্বাস্থ্য দফতরকে কড়া বার্তা দিলেন তিনি। পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে যাতে রোগীরা চিকিৎসা পরিষেবা পান, সেই বিষয়টিও নিশ্চিত করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “হাসপাতালে গেলে আগে প্রাথমিক চিকিৎসা দিন। অনেক হাসপাতালে আগে টাকা দিতে বলে। সবাইকে বলছি আগে চিকিৎসা দিন। স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা দিন। যারা এটা করবেন না তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে।”

বিধানসভায় বিরোধীদের একাধিক প্রশ্নের উত্তর দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে তুলে ধরেছিলেন রাজ্যের ডেঙ্গিপরিসংখ্যান। এবার দালাল চক্র নিয়ে বিজেপির অভিযোগের প্রেক্ষিতে তিনি সাফ জানিয়ে দিলেন, হাসপাতালে দালালরাজ কোনওভাবেই সমর্থনযোগ্য নয়।

তাঁর কথায়, “দালাল চক্র পেলেই দ্রুত পুলিশকে জানান। স্বাস্থ্য দফতরকে বিষয়টি নজরে রাখতে হবে। আমি যদি মোবাইলে নজরদারি করতে পারি, তাহলে স্বাস্থ্য দফতর পারবে না কেন?” এরপরই তিনি বলেন, অনেক সময় দেখা যায় চিকিৎসার আগেই রোগীর পরিবারের কাছে টাকা চাইছে হাসপাতাল কর্তৃপক্ষ। আগে চিকিৎসা দিন। এরই পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ড যাতে না ফেরানো হয়, তা নিয়েও কড়া বার্তা দিয়েছেন তিনি।

You might also like!