কলকাতা, ১৬ মে : রাজ্য সরকারি কর্মচারীদের বছরব্যাপী বঞ্চিত রাখার নৈতিক দায় নিয়ে পদত্যাগ করুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুপ্রিম কোর্ট ২৫% ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়ার পরে শুক্রবার বিরোধী দলনেতা বলেছেন, এই নির্দেশ পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীর জন্য বিশাল জয়, যাঁরা দীর্ঘ দিন ধরে দাম্ভিক এবং নির্দয় রাজ্য সরকারের অবিচারের বিরুদ্ধে লড়াই চালিয়ে গিয়েছেন। তিনি এও বলেন, মমতা ব্যানার্জি বলেছিলেন, ডিএ কোনও অধিকার নয়। সুপ্রিম কোর্টের নির্দেশে সিলমোহর পড়ল যে, ডিএ কর্মচারীদের অধিকার। আশা করব, রাজ্য সরকারি কর্মচারীদের বছরব্যাপী বঞ্চিত রাখার জন্য নৈতিক দায় নিয়ে মমতা পদত্যাগ করবেন।