kolkata

1 year ago

Dandruff Remedies: শীত পড়তে না পড়তেই খুশকির জন্য বিব্রত হচ্ছেন! সমস্যার সমাধান হবে ঘরোয়া পদ্ধতিতে

Dandruff Remedies
Dandruff Remedies

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শীত পড়লেই ত্বকের শুষ্কতা অনেক গুন বেড়ে যায়, শুধু যে হাত পায়ের ত্বক শুষ্ক হয়ে পড়ে তা নয় মাথার ত্বক ও শুষ্ক হয়ে পড়ে আর তার জেরে না না রকম সমস্যায় পড়তে হয়। 

খুসকি একধরনের চর্ম রোগ হলে ও শীত কালে অতিরিক্ত শুষ্কতার জন্য অনেকেই এই সমস্যায় পড়েন। তবে এই সমস্যার সমাধান করতে পারেন ঘরোয়া উপায়েই। 

*একটি পাকা কলা নিন। তার সঙ্গে নিন এক চামচ মধু ও পাতিলেবুর রস। এগুলি মিশিয়ে যে মিশ্রণটি তৈরি হবে, তা মাথার ত্বক ও চুলের গোড়াতে ভাল করে লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।  

* খুশকি দূর করতে টক দই ভাল কাজ দেয়। দই নিয়ে মাথার ত্বক থেকে চুলের গোড়ায় লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন চুল। কিছু দিন এই পদ্ধতি মেনে চললে দূর হয়ে যাবে খুশকি। 

*লেবুর খোসা দিয়ে দূর করতে পারেন খুশকির সমস্যা। ৪ থেকে ৫ কাপ জলে ৪ থেকে ৫টি লেবুর খোসা ছাড়িয়ে নিয়ে ২০ মিনিট ধরে ফোটান। ঠান্ডা হলে মাথার ত্বকে এই মিশ্রণটি ভাল করে লাগিয়ে নিন। ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। 

*অ্যালো ভেরার রস ও ভাল কাজ দেয়। অ্যালো ভেরার পাল্প জুসার দিয়ে জুস বার করে নিন, এটি স্কাল্পে ও চুলের লেন্থে ভাল করে লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পরে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। 

You might also like!