কলকাতা, ২৭ মার্চ : পশ্চিমবঙ্গের কলেজগুলিতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। ২০১৩ সাল থেকে রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় নির্বাচন বন্ধ। অভিযোগ, ছাত্র সংসদ নির্বাচন না করে কলেজে বিশ্ববিদ্যালয়ে নিজের রাজ চালাচ্ছে তৃণমূল। এ নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। ওই মামলাতেই এদিন রাজ্যের নির্দেশ খারিজ করে অবিলম্বে কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচন করার নির্দেশ দিয়েছে আদালত।