kolkata

2 months ago

Mamata Banerjee On Gandhi Jayanti:রাজ্যজুড়ে পালিত গান্ধী জয়ন্তী, জাতির জনককে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee On Gandhi Jayanti
Mamata Banerjee On Gandhi Jayanti

 

কলকাতা, ২ অক্টোবর : জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী দেশজুড়ে পালিত হচ্ছে। রাজ্য সরকারের উদ্যোগে ও ব্যবস্থাপনাতে এ রাজ্যেও রয়েছে একাধিক অনুষ্ঠান। আজকের এই দিনটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি জানান, গান্ধী জয়ন্তী পালিত হচ্ছে। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি। অহিংসার পাঠ ছিল তাঁর শিক্ষা। সত্য ও ঐক্য ধারাবাহিকভাবে উজ্জীবিত করে আমাদের। আসুন আমরা সকলেই অঙ্গীকার করি সমাজ গঠনে ও দেশমাতৃকার প্রতি যেন তাঁর দৃষ্টিভঙ্গি প্রতিভাত হয়। এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি আরও জানান, অহিংসা এবং সহিষ্ণুতার পথ ধারাবাহিকভাবে অনুসরণ করতে পারি সকলে আমরা।

You might also like!