kolkata

9 hours ago

Gardenrich:গার্ডেনরিচে আধুনিক চারটি জলযান নির্মাণের সূচনা

Construction of four modern vessels begins at Gardenrich
Construction of four modern vessels begins at Gardenrich

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ভারতীয় নৌসেনার জন্য আধুনিক চারটি ‘নেক্সট জেনারেশন অফশোর পেট্রল ভেসেল’ (এজিওপিভি) তৈরি করতে চলেছে কেন্দ্রীয় সরকার অধিকৃত গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই)।  সেই নির্মাণেরই সূচনা (কিলস লেয়িং) হল কলকাতার গার্ডেনরিচে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ২০২৬ সালে ভারতীয় নৌসেনার হাতে এই চারটি আধুনিক ভেসেল তুলে দেবে সংস্থা। সেগুলি দিয়ে উপকূলে নজরদারি চালাবে নৌসেনা। প্রতিরক্ষার কাজে আরও আধুনিক ভেসেল ব্যবহার করতে চাইছে ভারতীয় নৌসেনা।

২০২৩ সালে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক আধুনিক ভেসেল তৈরির সিদ্ধান্ত নেয়। মূলত উপকূলবর্তী এলাকায় নজরদারি চালানোর জন্য ১১টি নেক্সট জেনারেশন এবং ছ’টি মিসাইল ভেসেল তৈরি করা সিদ্ধান্ত নেয় মন্ত্রক। সেই ১১টি নেক্সট জেনারেশন ভেসেলের মধ্যে চারটি তৈরি করছে জিআরএসই। এই ১১টি ভেসেল তৈরি করতে খরচ পড়ছে প্রায় ৯,০০০ কোটি টাকা।

উপকূলবর্তী এলাকায় নজরদারি চালানোর পাশাপাশি জলসীমায় টহল, পাচার রোখা, সন্ত্রাস দমনের কাজে ব্যবহার করা হবে ভেসেলগুলি। বিপর্যয়ের সময় উদ্ধারকাজেও নামবে এই এজিওপিভি ভেসেল। জিআরএসইতে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হবে ভেসেলগুলি। তার ভিতরে থাকবে ১২.৭ এমএম এসআরসিজি (মেশিনগান), একে-৬৩-র মতো অস্ত্র। তাতে ক্যামেরা বসানো হবে।

You might also like!