kolkata

11 months ago

Navjoya program in Navudyam: আজ থেকে নবউদ্যমে নবজোয়ার কর্মসূচি, অভিষেককে ঘেরাওয়ের হুঁশিয়ারি কুড়মিরা

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

কলকাতা, ২২ মে  : সোমবার থেকে ফের নব উদ্যমে নবজোয়ার কর্মসূচি শুরু করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার ইন্দাসে আজ রাতে অধিবেশন দিয়ে শুরু হবে দ্বিতীয় দফায় ‘তৃণমূলে নবজোয়ার’। পরেরদিন, মঙ্গলবার বিষ্ণুপুর থেকে তালড্যাংরা হয়ে রায়পুর যাওয়ার কথা তাঁর। আর সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন কুড়মিরা। গোপন সূত্রে খবর পেয়ে অভিষেকের নিরাপত্তা নিয়ে বাড়তি তৎপর পুলিশ। খোদ ডিআইজি বিষয়টির দিকে নজর রেখেছেন বলে খবর। এদিকে, অভিষেকের কর্মসূচি এবং নিরাপত্তার জন্য বিষ্ণুপুরের রামানন্দ কলেজের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।

‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি নিয়ে তিনি এই মুহূর্তে ঘুরছেন জেলায় জেলায়। বাঁকুড়ায় অন্তত তিনটি জায়গায় হওয়ার কথা সভা, কর্মসূচি, অধিবেশন। একাধিক বিধানসভা কেন্দ্রে জনসংযোগ করবেন তিনি। সূত্রের খবর, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার পথেই তাঁকে ঘেরাওয়ের হুমকি দিয়েছে কুড়মি সমাজের নেতা রাজেশ মাহাতো। গোয়েন্দা সূত্রে খবর, মঙ্গলবার তালড্যাংরা থেকে রায়পুর যাওয়ার পথে ঘেরাও করা হতে পারে তাঁকে।


You might also like!