কলকাতা, ২৬ অক্টোবর : ঘূর্ণিঝড় 'দানা'-র দুর্যোগ কেটেছে, বৃষ্টিও থেমেছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোথাও আর দুর্যোগের সম্ভাবনা নেই। শনিবার সকাল থেকেই রোদের দেখাও মিলেছে। তবে, হালকা বৃষ্টি আপাতত চলবে। আগামী ২৪ ঘণ্টায় শুধুমাত্র ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের অন্য কোথাও সেভাবে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়নি। রবিবার থেকে ফের আবহাওয়ার উন্নতি হতে পারে। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গে আপাতত তেমন বৃষ্টি হবে না।