দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ফুল ভালোবাসেন সকলেই। লাল, নীল, সাদা ফুল দেখলেই মন ভালো হয়ে যায় অনেকের। তবে এই পৃথিবীতে রয়েছে সবথেকে বড় ফুল।
পৃথিবীর সবচেয়ে বড় ফুলের নাম র্যাফ্লেশিয়া টুয়ান-মুদাই। ফুলটিতে সাধারণত ৫টি পাঁপড়ি থাকে। গাছে কোনও পাতা, কাণ্ড থাকে না, সরাসরি ফুলটিই ফোঁটে। জানা গিয়েছে, ফুলটি ওজনে প্রায় ৭ কিলো পর্যন্ত হয়। ফুলটি ফুঁটে গেলে তিন ফুটের চেয়েও বেশি হতে পারে। কিন্তু এই ফুল তুলতে গেলেই ঘটে বিপদ। কারণ, এই ফুল থেকে পচা মৃতদেহের গন্ধ বেরোয়। ফুটে যাওয়ার পরে এই ফুল থাকে মাত্র এক সপ্তাহ। তার পরেই নষ্ট হয়ে যায় এই ফুল।