International

1 year ago

North Korea: সমুদ্রতলে পরমাণু-তেজস্ক্রিয়তা সম্পন্ন সুনামি তোলা ড্রোনের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

North Korea underwater nuclearpowered tsunami-raising
North Korea underwater nuclearpowered tsunami-raising

 

পেয়ঙ্গন, ২৪ মার্চ  : সমুদ্রের নীচে এমন একটি পরমাণু ড্রোনের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। যা কিনা জলে তেজস্ক্রিয় সুনামি তৈরি করতে পারে। শুক্রবার এমটাই দাবি করেছে উত্তর কোরিয়া।

তারা দাবি করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া চলাকালীন উত্তর কোরিয়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এই মহড়াকে উত্তর কোরিয়া আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে প্রবল ঝুঁকি বলে বারবার ব্যাখ্যা করেছে। কিন্তু, তাদের দাবি অনুযায়ী, এবার তারা সমুদ্রতলে পরমাণু-তেজস্ক্রিয়তা সম্পন্ন সুনামি তোলা ড্রোনের পরীক্ষা চালাল। যদিও বিশেষজ্ঞ মহল উত্তরের এই দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।

এই পরমাণু অস্ত্রটি যে কোনও উপকূলে, বন্দরে অথবা নোঙর করা জাহাজে স্থাপন করে রাখা যেতে পারে। এটি নিক্ষেপ করলে মুহূর্তের মধ্যে তা সমুদ্রের তলায় গিয়ে মারণ ভূমিকা নেবে। কিছুক্ষণের মধ্যেই সেই সাগরে সুনামির মতো ঢেউ সৃষ্টি হবে। যাকে উত্তর কোরিয়া সুপার স্কেল তেজস্ক্রিয় সুনামি বলে আখ্যা দিয়েছে। এই সুনামির ফলে সাগরের উপরে থাকা জাহাজ কিংবা নীচে থাকা ডুবোজাহাজ নষ্ট হবে। অথবা বন্দরে দাঁড়িয়ে থাকা যুদ্ধজাহাজ ডুবে যাবে। এমনকী উপকূলীয় নৌবন্দর পুরোপুরি ধ্বংস করার ক্ষমতা রয়েছে পারমাণবিক শক্তিসম্পন্ন এই অস্ত্রের।


You might also like!