International

3 months ago

Prime Minister Hasina:সহিংসতায় আহতদের চিকিৎসা ও রোজগারের ব্যবস্থা করব : প্রধানমন্ত্রী হাসিনা

Prime Minister Hasina
Prime Minister Hasina

 

ঢাকা, ২৭ জুলাই  : বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতায় আহত সবার চিকিৎসা ও আয়-রোজগারের ব্যবস্থা করা হবে, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকালে আহতদের দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন সরকারপ্রধান। একই সঙ্গে আহতদের প্রয়োজনীয় যাবতীয় চিকিৎসার নির্দেশ দেন হাসিনা।

শেখ হাসিনা বলেন, সহিংসতায় আহতদের চিকিৎসার জন্য সব করা হবে। আহতরা যেই দলেরই হোন, চিকিৎসার দায়িত্ব নেবে সরকার। তিনি বলেন, কোটা নিয়ে সব দাবি মেনে নেওয়ার পরও কেন আন্দোলন শেষ হচ্ছে না? বিএনপি-জামায়াতের সহিংসতা-বর্বরতার বিরুদ্ধে দেশে-বিদেশে সবাইকে সোচ্চার হতে হবে।

এর আগে, শুক্রবার সকালে কোটা আন্দোলনের নামে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী। সে সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, যারা ধ্বংসলীলার সঙ্গে জড়িত, আনাচে-কানাচে যে সব হামলাকারী লুকিয়ে আছে, তাদের খুঁজে বের করে সাজা নিশ্চিত করা। এই সব শত্রুদের খুঁজে বের করতে জনগণের সহযোগিতা চেয়েছেন তিনি।

হাসিনা বলেন, বিএনপি-জামায়াত অতীতের মতোই অগ্নিসন্ত্রাস করেছে। তবে এবার তারা আলাদা। তারা গান পাউডার ব্যবহার করেছে। দেশের বাইরে আন্দোলন ছড়িয়ে দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট ও মানুষের রুটিরুজি বন্ধের পাঁয়তারা করছে তারা।

সরকারপ্রধান বলেন, শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে। তারা নিজেরাই নিজেদের রাজাকার বলে স্নোগান দিয়েছে।

You might also like!