দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মধ্য ইউরোপের দেশগুলিকে এক হাজার কোটি ইউরো আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে ইউরোপীয় কমিশন। কমিশনের প্রধান উরসুলা ভন ডের লিয়েন গতকাল পোল্যান্ডের শহর রোক্ল-এ পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক, চেক ও শ্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ও অস্ট্রীয়ার চ্যানসেলারের সঙ্গে বৈঠকের পর এই অর্থ সাহায্যের কথা ঘোষণা করেন।
দীর্ঘ কয়েক দশকের মধ্যে সবচেয়ে বিধ্বংসী এই বন্যার ক্ষয়ক্ষতি সামাল দিতে দীর্ঘকালীন সহায়তার আশ্বাস দেন ভন ডের লিয়েন। পোল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়। পরিকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাণহানির পাশাপাশি সম্পত্তিহানীর পরিমাণও বিপুল।