International

5 months ago

South Africa:দক্ষিণ আফ্রিকায় জাতীয় ঐকমত্যের সরকারের প্রস্তাব

A proposal for a government of national unity in South Africa
A proposal for a government of national unity in South Africa

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার সাধারণ নির্বাচনে জয়ী আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) একটি প্রভাবশালী কমিটি দলটিকে জাতীয় ঐক্যের সরকার গঠনের সুপারিশ করেছে।

নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ায় এএনসির পক্ষ থেকে জোট সরকার গঠনের জন্য চেষ্টা করা হচ্ছে। তবে নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া দল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (ডিএ) পক্ষ থেকে চতুর্থ বৃহত্তম মার্ক্সবাদী-অনুপ্রাণিত ইকোনমিক ফ্রিডম ফাইটার্সের (এফইই) সঙ্গে কাজ করতে রাজি নয়।

তবে বৃহত্তম দল হিসেবে উঠে আসা জ্যাকব জুমার এমকে পার্টি সিরিল রামাফোসার এএনসিকে শর্ত দিয়েছে, সেখান থেকে রামাফোসাকে সরতে হবে। তবে কিছু বিশ্লেষক মনে করছেন, ক্ষমতার লোভ শেষ পর্যন্ত বড় দলগুলোকে একত্র করতে পারে।

গত ২৯ মে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকার নির্বাচনে এএনসির ভোট সাড়ে ৫৭ শতাংশ থেকে ৪০ দশমিক ২ শতাংশে নেমে এসেছে। এএনসির মুখপাত্র মাহলেনগি বেনগু-মোতসিরি বলেন, জাতীয় সরকার গঠন নিয়ে আলোচনা হচ্ছে। কারণ, দক্ষিণ আফ্রিকার জনগণ সে রকমই রায় দিয়েছেন।

You might also like!