দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্যসভায় ফাঁকা আসনে প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল। সংসদের উচ্চকক্ষে সেই শূন্য আসনে এবার প্রাক্তন সিপিএম নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করল রাজ্যের শাসকদল। সমাজমাধ্যমে এই ঘোষণা করা হয়েছে। তৃণমূলের শ্রমিক সংগঠনের দায়িত্ব ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন জহর সরকার। সাংসদ হিসাবে আরও ১৫ মাসের মেয়াদ বাকি ছিল জহরবাবুর। তাঁর ইস্তফার পরেই সংসদের উচ্চকক্ষে তৃণমূলের সদস্য সংখ্যা কমে দাঁড়ায় ১২-তে।
সেই আসন এত দিন শূন্য ছিল। রাজ্যসভার উপনির্বাচন আসন্ন। পশ্চিমবঙ্গের ১৬টি রাজ্যসভার আসনের মধ্যে একটি আসন খালি হওয়ার কারণে ডিসেম্বর ভোটের ঘোষণাও করা হয়েছে। ডিসেম্বরের ২০ তারিখ হবে এই ভোট। বাংলা-সহ দেশের চার রাজ্যে হবে নির্বাচন।