West Bengal

2 months ago

Digha:দিঘায় জলোচ্ছ্বাস, সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় সতর্কতা জারি

Tide in Digha, warning issued for fishing in the sea
Tide in Digha, warning issued for fishing in the sea

 

দিঘা, ২১ জুলাই : দিঘায় জলোচ্ছ্বাস। আগামী সোমবার পর্যন্ত সমুদ্র এমনই উত্তাল থাকবে বলে জানা গেছে। তাই রবি ও সোমবারও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মূলত পশ্চিমবঙ্গের উপকূল-সহ উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে।

জানা গেছে, দিঘা, তাজপুর, মন্দারমনি, তমলুক-সহ উপকূলবর্তী একাধিক এলাকায় রবিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরেই আবহাওয়ার এই পরিবর্তন। জানা গেছে, ওডিশা পেরিয়ে ছত্তিশগড়ের দিকে অভিমুখ এই নিম্নচাপের। তবে তা ক্রমশ দুর্বল হয়ে পড়বে বলেই জানা যাচ্ছে আবহাওয়া দফতর সূত্রে।

You might also like!