West Bengal

2 months ago

District President Manas Karamahapatra: মেদিনীপুরেও হবে থানা ঘেরাও কর্মসূচি, জানালেন কংগ্রেসের জেলা সভাপতি

National Congress
National Congress

 

এগরা, ১৭ অক্টোবর : এগরায় কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের জেলা সভাপতি মানস করমহাপাত্র জানিয়েছেন, আগামী শনিবার জেলাতেও থানা অভিযান হবে। নারী সুরক্ষার দাবিতে ও পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচী নেওয়া হয়েছে বলে ঘোষণা করেন জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি মানস কর মহাপাত্র।

উল্লেখ্য, আর জি করের ঘটনায় সারা রাজ্য তথা দেশ তোলপাড়। তারপরেও একাধিক জায়গায় নারীনির্যাতনের ঘটনা প্রকাশ্যে এসেছে। এই ঘটনায় সরব বিরোধীরা। বহুক্ষেত্রে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। পুলিশ বহুক্ষেত্রে শাসকদলের অঙ্গুলিহেলনে চলছে বলে অভিযোগ বিরোধীদের। তার প্রতিবাদে কয়েকদফা দাবিতে রাজ্যের প্রত্যেকটি থানা অভিযানের ডাক দিয়েছে জাতীয় কংগ্রেস।

You might also like!