West Bengal

3 weeks ago

Forest Minister Birbaha Hansda: রাজ্যে হাতির সংখ্যা বৃদ্ধি পেয়ে ৮০০, আক্রান্তের সংখ্যা কমে ৫৩ : বিধানসভাতে বনমন্ত্রী

Forest Minister Birbaha Hansda
Forest Minister Birbaha Hansda

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এ রাজ্যে হাতির আক্রমণে মৃত্যু নিয়ে শোরগোল হলেও গত বছরের তুলনায় আক্রান্তের সংখ্যা কমেছে। অথচ রাজ্যে হাতির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিধানসভার শীতকালীন অধিবেশনের তৃতীয় দিনে স্বাধীন দায়িত্ব প্রাপ্ত বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বুধবার এই তথ্য জানিয়েছেন।এদিন প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, হাতির সংখ্যা গত এক বছরের ব্যবধানে ৬৫০ থেকে বেড়ে হয়েছে ৮০০। হাতির সংখ্যা বৃদ্ধিতেও কমেছে হাতির হানায় আক্রান্তদের সংখ্যা। গতবছর ১০৩ জন হাতির আক্রমনে প্রাণ হারিয়েছেন। এবছর তা কমে ৫৩ জনে ।

আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও ঝাড়গ্রাম এই তিন জায়গায় রয়েছে হাতির করিডর। সংশ্লিষ্ট তিন জায়গা থেকে যে সরকারি পরিসংখ্যান তাঁর হাতেই এসে পৌঁছেছে সবিস্তারে পেশ করেন তিনি বিধানসভায়। এদিনের সভায় হাতি সংক্রান্ত একাধিক প্রশ্ন উত্থাপন করেন বিধায়কেরা। বনমন্ত্রী সভায় অতিরিক্ত এক প্রশ্নের উত্তরে জানান, এ রাজ্যে বন দফতরের অধীনে ৪২৮ জন রেঞ্জ অফিসার কর্মরত রয়েছেন। তবে, চলতি বছরের ৩০ জুন সাপেক্ষে ১৫৮ জন রেঞ্জ অফিসারের পদ খালি রয়েছে।

You might also like!