West Bengal

4 months ago

Remal Effect: মৌসুমি বায়ুর উপর প্রভাব রেমালের! কি জানাচ্ছে হাওয়া অফিস?

Remal Effect (File Picture)
Remal Effect (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রেমালের দাপট থেকে নিষ্কৃতি পেয়েছে দক্ষিণবঙ্গ। তবে রেমালের তাণ্ডব মঙ্গলবার কিছুটা প্রভাব ফেলবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে ফের আজ থেকেই তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। তবে রেমাল মৌসুমি বায়ুর উপর কতটা প্রভাব ফেলতে পারে? আসুন জেনে নেওয়া যাক। 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রেমাল শক্তি হারিয়ে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবেশ করবে। মঙ্গলবার সকালে গভীর নিম্নচাপ হিসেবে থাকলেও বেলা যত বাড়বে আরও শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। সমুদ্রে ৭৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং উপকূলে ৬৫ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস থাকার সম্ভাবনা প্রবল। ধীরে ধীরে কমবে ঝোড়ো বাতাসের প্রভাব। তবে রেমালের টানে অনেকটা এগিয়ে এসেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। এর প্রভাব বর্ষাতেও পড়তে পারে বলে মনে করা হচ্ছে। ৩০ শে মে বৃহস্পতিবার উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে।

আগামী কয়েকটা দিন দক্ষিণবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে? হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। মঙ্গলবার বেশিরভাগ জেলাতেই পরিষ্কার আকাশ থাকবে। ধীরে ধীরে তাপমাত্রাও বাড়তে থাকবে। রেমালের ছেড়ে যাওয়া জলীয় বাষ্প থাকায় অস্বস্তি সামান্য বাড়তে পারে। বিকেল বা সন্ধ্যের দিকে পশ্চিমের জেলা গুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।

উত্তরবঙ্গে আগামী দু-তিন দিন ভারী বৃষ্টি হবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পার। দার্জিলিং ও কালিম্পংয়েও ভারী বৃষ্টি সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে গরম ও অস্বস্তি বাড়বে। আগামী তিন দিনে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৫০.৫ মিলিমিটার।

You might also like!