West Bengal

3 weeks ago

Naihati visits by CM: নৈহাটি কেন্দ্রে বিপুল ভোটে জয় দলীয় প্রার্থীর, বড়মার দর্শনে যেতে পারেন মুখ্যমন্ত্রী

MAMATA BANERJEE
MAMATA BANERJEE

 

কলকাতা, ২৫ নভেম্বর : উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি কেন্দ্রে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সনৎ রায়। দলীয় প্রার্থীর জয়ের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল নৈহাটিতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে। সোমবার বিধানসভায় তৃণমূল কংগ্রেস শিবির সূত্রে এমনটাই জানা গিয়েছে। দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ এ প্রসঙ্গে জানান, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মুখ্যমন্ত্রীর জেলা সফর রয়েছে। এ জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শোনা যাচ্ছে, আগামীকাল বড়মার মন্দির দর্শনে যেতে পারেন মুখ্যমন্ত্রী।


You might also like!