দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- পুজো কার্নিভালের আবহেই অনুষ্ঠিত হলো ডাক্তারদের 'দ্রোহের কার্নিভাল'। এদিকে সকাল থেকে রাত পর্যন্ত পূর্ব মেদিনীপুরের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে প্রতীকী কর্মবিরতি পালন করলেন ডাক্তাররা। সেই আন্দোলনে শিক্ষক থেকে শুরু করে সমাজসেবী ও সাধারণ মানুষও যোগ দেন। এগরা সুপার স্পেলিটিতে কর্মরত ডাক্তার দীপঙ্কর চট্টোপাধ্যায় জানিয়েছেন, জুনিয়র ডাক্তারেরা এতদিন ধরে আন্দোলনে বসেছেন, অনশন করছেন, অসুস্থ হয়ে পড়েছেন, তাঁদের আন্দোলন সুবিচার পাচ্ছে না। আজকে আমাদের বিবেকের দংশন হচ্ছে তাই বাধ্য হয়েছি এই প্রতীকী অনশনে নামতে। পাশাপাশি তিনি জানিয়েছেন, রোগীদের যাতে অসুবিধা না হয় ইমার্জেন্সি খোলা রয়েছে। তাই সবাই একসাথে বসতে পারছিনা। তবে আউটডোর সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে।