West Bengal

4 months ago

Sambit Patra Controversy: সম্বিত পাত্রর 'জগন্নাথ মোদীভক্ত' মন্তব্যে কটাক্ষ মহুয়ার, হুঁশিয়ারি দিল রাহুল

Mahua Maitra, Sambit Patra & Rahul Gandhi (File Picture)
Mahua Maitra, Sambit Patra & Rahul Gandhi (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভগবান জগন্নাথকেও BJP নিজের অধীনস্থ করার চেষ্টা করছে।' সম্বিত পাত্রর 'স্লিপ অফ টাং' নিয়ে তীব্র সমালোচনা বিরোধী শিবিরের। ফুঁসে উঠল তৃণমূল, কংগ্রেস, BJD।

কী মন্তব্য করেছেন সম্বিত পাত্র?

সোমবার পুরী লোকসভা কেন্দ্রে প্রচার করেন নরেন্দ্র মোদী। BJP প্রার্থী সম্বিত পাত্রর সমর্থনে ছিল তাঁর রোড-শো। এরপর প্রচার শেষে সাংবাদিকদের মুখোমখি হয়েছিলেন সম্বিত পাত্র। সেখানেই এই স্লিপ অফ টাং। BJP প্রার্থীকে বলতে শোনা যায়, 'লাখ লাখ মানুষ আজ জড়ো হয়েছিলেন প্রধানমন্ত্রীকে দেখার জন্য। জগন্নাথদেব নিজে মোদীর ভক্ত। আর আমরা সকলেই মোদীর পরিবার।' মুহূর্তে ভাইরাল হয় তাঁর এই মন্তব্য। রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে সম্বিত পাত্রর বিরুদ্ধে পুলিশ এবং নির্বাচন কমিশনে অভিযোগও করা হয়।

মহুয়ার পোস্ট

মহুয়া মৈত্র নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, 'রবীন্দ্রনাথ ঠাকুর সম্ভবত জানতেন ভারতের অন্ধকার অধ্যায় মোদীর শাসনে আসবে, যখন ভগবান জগন্নাথকেও BJP নিজের অধীনস্ত করার চেষ্টা চালিয়ে যাবে। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী।'

সমালোচনায় সাকেত গোখলে

সাকেত গোখলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে লেখেন, 'BJP-র সম্বিত পাত্র একটি চমকপ্রদ বিবৃতি দিয়েছেন। প্রভু জগন্নাথ মোদীর ভক্ত। মোদী কি এখন BJP-র কাছে ঈশ্বরের উপরে? তার অহং কি এতটাই নিয়ন্ত্রণের বাইরে? ধর্ম নিয়ে রাজনীতি BJP-র অন্যতম বৈশিষ্ট্য। কিন্তু, এই মন্তব্য অত্যন্ত দুঃখজনক এবং কল্পনার অতীত।'

তীব্র কটাক্ষ রাহুল গান্ধীর

প্রধানমন্ত্রী যখন নিজেকে শাহেনশাহ এবং তাঁর প্রজারা তাঁকে ভগবান মনে করেন, তখন বুঝতে আর বাকি থাকে না, পাপের ঘড়া পূর্ণ হওয়ার সময় এসেছে। কোটি কোটি মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অধিকার BJP-কে কে দিয়েছে? এই অহংকারই ওদের বিনাশ ডেকে আনছে।'

ফুঁসে উঠলেন নবীন পট্টনায়েক

BJD সুপ্রিমো তথা ওডিশার মুখ্যমন্ত্রী বলেন, 'মহাপ্রভু শ্রী জগন্নাথ মহাবিশ্বের প্রভু। তাঁকে একজন মানুষের ভক্ত বলা ভগবানের অসম্মান। কোটি কোটি জগন্নাথ ভক্ত এবং ওডিশার মানুষের ধর্মীয় ভাবাবেগে চূড়ান্ত আঘাত করা হয়েছে। ওডিশার অস্তিত্বের প্রতীক ভগবান জগন্নাথদেব। তাঁকে অপর এক মানুষের ভক্ত হিসেবে উল্লেখ করা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। BJP-র পুরী লোকসভা কেন্দ্রের প্রার্থীর এ হেন মন্তব্যের তীব্র নিন্দা করছি। রাজনৈতিক পরিসর থেকে ভগবান জগন্নাদেবকে বাদ রাখুন, BJP-র কাছে আর্জি রইল। এ কথা বলে BJP ওডিয়া অস্তিত্বকে আঘাত করেছে। ওডিশার মানুষ এ কথা মনে রাখবে এবং এর যোগ্য জবাব দেবে।'

ক্ষমা চাইলেন সম্বিত পাত্র

প্রায়শ্চিত্তের পথে হাঁটতে হল সম্বিত পাত্রকে। ক্ষমা চেয়ে সম্বিত পাত্রের বিবৃতি, 'আজ আমার একটি মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। নরেন্দ্র মোদীর রোড-শোয়ের পর আমি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলাম। আমি বলতে চেয়েছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রভু জগন্নাথদেবের বড় ভক্ত। প্রবল গরমে এবং মারাত্মক ভিড়ে অনিচ্ছাকৃতভাবে বলে ফেলি, মহাপ্রভু জগন্নাথদেব প্রধানমন্ত্রী মোদীর ভক্ত। ভগবান মানুষের ভক্ত, এ কথা কখনও মুখেও আনা যায় না। আমি ইচ্ছে করে এ কথা বলতে চাইনি। আমি জানি অনেকেই আমার এ কথায় বেদনাহত হয়েছেন। অনিচ্ছাকৃত ভুল তো ভগবানও ক্ষমা করে দেন।' নিজের এই স্লিপ অফ টাংয়ের জন্য উপোস করে প্রায়শ্চিত্তের ঘোষণা করেছেন সম্বিত পাত্র।

You might also like!