West Bengal

4 months ago

Naushad Siddiqui : 'অসত্য বলছেন সেলিম', বিস্ফোরক নওশাদ!

Naushad Siddiqui (File Picture)
Naushad Siddiqui (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ 'অসত্য বলছেন...', আসন সমঝোতা নিয়ে মহম্মদ সেলিমের দাবির পালটা এবার সুর চড়ালেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি। মঙ্গলবার ভাঙড়ে দলীয় প্রার্থী সৃজন ভট্টাচার্যের সমর্থনে মিছিল এবং সভায় যোগ দিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম দাবি করেছিলেন, ISF-এর সঙ্গে আসন সমঝোতা ভাঙার কারণ নওশাদ। এবার সেলিমের মন্তব্যের পালটা মুখ খুললেন নওশাদ।

ঠিক কী বলেছেন ISF বিধায়ক?

সেলিমের মন্তব্য প্রসঙ্গে নওশাদ সিদ্দিকি বলেন, 'মহম্মদ সেলিম অসত্য কথা বলছেন। ওরা বলেছিল যদি নওশাদ সিদ্দিকি ডায়মন্ড হারবারে দাঁড়ায় তাহলে পাঁচটা আসন দেবে না হলে চারটে। নওশাদ সিদ্দিকি ডায়মন্ড হারবারে দাঁড়াবেন নাকি হরিয়ানাতে দাঁড়াবেন, তা মহম্মদ সেলিমরা ঠিক করবেন না। করবে ISF।'

তিনি আরও বলেন, ‘ওঁরা যেখানে ডেকেছেন, যতবার ডেকেছেন, আমরা গিয়েছি। আমরা আলিমুদ্দিনে গিয়েছি। সেলিম সাহেবের সঙ্গে কথা বলেছি। আমাদের বারবার বলেছে, বসিরহাটের আসনটি CPI ছাড়তে নারাজ। বারাসত নিতে বলেছিল। কিন্তু, এখন দেখলাম ওখানে সিপিএম লড়ছে। তার মানে আমাদের অসত্য তথ্য দেওয়া হয়েছিল।’

মহম্মদ সেলিমের হোয়াটসঅ্যাপ করা প্রসঙ্গে নওশাদের দাবি, তাঁর কাছে প্রতিদিন বহু হোয়াটস অ্যাপ আসে। তাঁর সহকারী বিষয়টি দেখেন। তাই কে তাঁকে হোয়াটস অ্যাপে মেসেজ করেছে তা দেখতে হবে বলে দাবি করেন নওশাদ। একইসঙ্গে সেলিমকে তোপ দেগে তিনি বলেন, ‘অর্ধসত্য মিথ্যার থেকেও ভয়ংকর।’

উল্লেখ্য, কয়েকদিন আগে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের দাবি ছিল বিমান বসুর কারণে জোট হয়নি। শোনপুর বাজারের সভায়নও শাদ সিদ্দিকিও সেই দাবিতেই শিলমোহর দিয়েছিলেন। কিন্তু, মহম্মদ সেলিম তার পালটা ভাঙড়ের কাঁঠালিয়াতে একটি সভায় বলেন, 'ISF-এর সঙ্গে জোট না হওয়ার জন্য বিমানবাবুকে দায়ী করে যা রটানো হচ্ছে তা ঠিক নয়। নওশাদ সিদ্দিকির জন্য এই জোট হয়নি। আমাদের তরফে লাগাতার ওঁর সঙ্গে কথা বলা হয়েছে। ওকে সমর্থনও করেছি। তারপরেও ও রাজি হয়নি।'

একুশের বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস এবং ISF আসন সমঝোতা হয়েছিল। যদিও সেখানেও ফলাফল যে খুব আহামরি হয়েছিল তা নয়। একমাত্র ISF-ই একটি আসন পেয়েছিল। লোকসভা নির্বাচনে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট আলাদা লড়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রথমে ডায়মন্ড হারবারের আসন থেকে নওশাদ সিদ্দিকি লড়াই করার হুংকার দিলেও শেষমেশ সেখান থেকে মজনু লস্করকে প্রার্থী করেছে ISF।

You might also like!