West Bengal

4 months ago

Ramakrishna Mission:রামকৃষ্ণ মিশনের সেবক হাউসের মিউটেশনের কাগজ তুলে দিল পুরনিগম

Ramakrishna Mission's Sevak House mutation papers were handed over by Purnigam
Ramakrishna Mission's Sevak House mutation papers were handed over by Purnigam

 

শিলিগুড়ি : রামকৃষ্ণ মিশনের সেবক হাউসে গিয়ে কর্তৃপক্ষের হাতে মিউটেশনের কাগজ তুলে দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।  ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ পুরনিগমের অন্যান্য কাউন্সিলরদের নিয়ে শালুগারায় সেবক হাউসে যান মেয়র।

এদিন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী শিবাপ্রেমানন্দ উপস্থিত ছিলেন।তাঁর হাতে কাগজগুলি তুলে দেওয়া হয়। প্রসঙ্গত, গত রবিবার সেবক হাউসে ঢুকে জমি দখলের চেষ্টা করে একদল দুষ্কৃতী। সেই ঘটনার পর শোরগোল পড়ে যায়। এখনও অবধি পাঁচজনকে গ্রেফতার করেছে ভক্তিনগর থানার পুলিশ। এদিকে তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই জমি রামকৃষ্ণ মিশনকে দান করা হয়েছিল। কিন্তু মিউটেশন হয়নি। যেকারণে মিউটেশন করে আজ কাগজগুলি তুলে দেওয়া হয়।

You might also like!