West Bengal

1 month ago

Siliguri: বেআইনি টোটোর বিরুদ্ধে ব্যবস্থা, ১৫ আগস্টের পরে নতুন নিয়ম কার্যকর করা হবে

Siliguri
Siliguri

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ট্র্যাফিক পুলিশ এবং পরিবহণ বিভাগ ১৫ আগস্টের পরে শিলিগুড়িতে টোটো (ই-রিকশা) এর উপর নতুন এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি) প্রয়োগ করবে। পরীক্ষামূলকভাবে এসওপির ভিত্তিতে কাজ শুরু করেছ  মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ। এতে সহযোগিতা করছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন ও পরিবহণ দফতর।

 সকাল থেকে ট্রাফিক পুলিশকে শহরের সব প্রধান মোড়ে ও প্রধান সড়কে নম্বরবিহীন টোটো থামিয়ে চালকদের নাম, ফোন নম্বর, ঠিকানা ইত্যাদি সংগ্রহ করতে দেখা গেছে। একই সঙ্গে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, মূল সড়কে ফিরে এলে টোটো বাজেয়াপ্ত করা হবে। এই কারণে নগরীতে এদিন খুব কম যানজট ছিল।

সরকারি হিসাবে, এই মুহূর্তে শহরে অবৈধ ও বৈধ মিলিয়ে মোট ২২ হাজার টোটো চলছে। একসঙ্গে এত টোটো শহরের রাস্তায় চলায় ব্যাপক যানজট তৈরি হয়। মুখ্যমন্ত্রীও বহুবার শহরের যানজট নিয়ে উষ্মা প্রকাশ করেন। এরপর যতবারই অভিযান হয়েছে ততবারই কখনও পুজো বা অন্য কোনও অজুহাত দিয়ে অভিযান আটকানো হয়েছে। তাই, এবার সুনির্দিষ্ট এসওপি বানিয়েছে প্রশাসন। প্রশাসন সূত্রে খবর, এখন থেকে সমস্ত রেজিস্ট্রেশনহীন টোটো শহরের ভিতরের রাস্তায় চলাচল করতে পারবে। ভিনজেলার টোটো শিলিগুড়ি শহরে ঢুকতে পারবে না। যেসব টোটোর রেজিস্ট্রেশন রয়েছে তারা নতুন তৈরি সার্ভিস রোড দিয়ে চলাচল করবে। সকাল ৯টা থেকে রাত ৯টা অবধি এই নিয়ম কার্যকর থাকবে। জাতীয় সড়কে রেজিস্ট্রেশনযুক্ত টোটো উঠলেই জরিমানা আর নম্বরহীন টোটো উঠলে নথিপত্র কেড়ে নিয়ে বাজেয়াপ্ত করা হবে বলে জানা গিয়েছে।


You might also like!