Breaking News
 
Giriraj Singh on Mamata Banerjee: :‘বিহার জিতছি, এবার বাংলা টার্গেট’, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজের হুঙ্কার; পাল্টা মুখ খুলল তৃণমূলও Bihar Assembly ElectionLIVE UPDATE: ভোটের ফলে মুখ থুবড়ে পড়ল তেজস্বী যাদব! আরজেডির গড়েই পিছিয়ে লালুপুত্র, কংগ্রেসের ভরাডুবি Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে

 

West Bengal

1 year ago

Siliguri: বেআইনি টোটোর বিরুদ্ধে ব্যবস্থা, ১৫ আগস্টের পরে নতুন নিয়ম কার্যকর করা হবে

Siliguri
Siliguri

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ট্র্যাফিক পুলিশ এবং পরিবহণ বিভাগ ১৫ আগস্টের পরে শিলিগুড়িতে টোটো (ই-রিকশা) এর উপর নতুন এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি) প্রয়োগ করবে। পরীক্ষামূলকভাবে এসওপির ভিত্তিতে কাজ শুরু করেছ  মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ। এতে সহযোগিতা করছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন ও পরিবহণ দফতর।

 সকাল থেকে ট্রাফিক পুলিশকে শহরের সব প্রধান মোড়ে ও প্রধান সড়কে নম্বরবিহীন টোটো থামিয়ে চালকদের নাম, ফোন নম্বর, ঠিকানা ইত্যাদি সংগ্রহ করতে দেখা গেছে। একই সঙ্গে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, মূল সড়কে ফিরে এলে টোটো বাজেয়াপ্ত করা হবে। এই কারণে নগরীতে এদিন খুব কম যানজট ছিল।

সরকারি হিসাবে, এই মুহূর্তে শহরে অবৈধ ও বৈধ মিলিয়ে মোট ২২ হাজার টোটো চলছে। একসঙ্গে এত টোটো শহরের রাস্তায় চলায় ব্যাপক যানজট তৈরি হয়। মুখ্যমন্ত্রীও বহুবার শহরের যানজট নিয়ে উষ্মা প্রকাশ করেন। এরপর যতবারই অভিযান হয়েছে ততবারই কখনও পুজো বা অন্য কোনও অজুহাত দিয়ে অভিযান আটকানো হয়েছে। তাই, এবার সুনির্দিষ্ট এসওপি বানিয়েছে প্রশাসন। প্রশাসন সূত্রে খবর, এখন থেকে সমস্ত রেজিস্ট্রেশনহীন টোটো শহরের ভিতরের রাস্তায় চলাচল করতে পারবে। ভিনজেলার টোটো শিলিগুড়ি শহরে ঢুকতে পারবে না। যেসব টোটোর রেজিস্ট্রেশন রয়েছে তারা নতুন তৈরি সার্ভিস রোড দিয়ে চলাচল করবে। সকাল ৯টা থেকে রাত ৯টা অবধি এই নিয়ম কার্যকর থাকবে। জাতীয় সড়কে রেজিস্ট্রেশনযুক্ত টোটো উঠলেই জরিমানা আর নম্বরহীন টোটো উঠলে নথিপত্র কেড়ে নিয়ে বাজেয়াপ্ত করা হবে বলে জানা গিয়েছে।


You might also like!