Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

West Bengal

1 month ago

Santoshpur Station Fire: সন্তোষপুর স্টেশন চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাহত ট্রেন চলাচল

Santoshpur Station Fire
Santoshpur Station Fire

 

মহেশতলা, ১৬ সেপ্টেম্বর : মঙ্গলবার সকালে শিয়ালদহ দক্ষিণ শাখার সন্তোষপুর স্টেশন চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় প্রায় ১৫ থেকে ১৬টি দোকান। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টা ১৫ মিনিট নাগাদ প্ল্যাটফর্ম সংলগ্ন একটি দোকান থেকে আগুন দেখা দেয় এবং মুহূর্তে তা ছড়িয়ে পড়ে পাশাপাশি থাকা দোকানগুলিতে। ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে গেঞ্জি-কাপড়ের দোকান ও রসের দোকানও ছিল। তীব্র আগুন ও ধোঁয়ায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


প্রশাসন সূত্রে জানা গেছে, ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দমকলের প্রাথমিক অনুমান, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণে সকাল ৮টা ১৫ মিনিট থেকে আপ ও ডাউন উভয় লাইনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আসার পর ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিষেবা। তবে মাঝেরহাট থেকে বজবজ পর্যন্ত ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় নিত্যযাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। ব্যবসায়ীদের দাবি, পুজোর মরসুমে বিক্রির জন্য নতুন করে মালপত্র এনেছিলেন তাঁরা। আগুনে সমস্ত সামগ্রী পুড়ে যাওয়ায় কয়েক লক্ষ টাকার ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। পুজোর আগে এত বড় লোকসান কীভাবে সামাল দেবেন, ভেবে পাচ্ছেন না ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। উল্লেখ্য, গত ৯ মার্চও সন্তোষপুর স্টেশন চত্বরে অনুরূপ অগ্নিকাণ্ড হয়েছিল। সেবারও দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।

You might also like!