West Bengal

6 months ago

Mamata Banerjee : মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনায় বার্তা, মোদী-রাহুল-কেজরি সকলকে ধন্যবাদজ্ঞাপন মমতার

Mamata wishes CM's health message, thanks Modi-Rahul-Kejri to all
Mamata wishes CM's health message, thanks Modi-Rahul-Kejri to all

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট লাগার কথা জেনেই আরোগ্য কামনা করেছিলেন দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের প্রাক্তন রাজ্যপাল থেকে শুরু করে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজনীতিবিদরা। প্রত্যেককেই এদিন নিজের এক্স হ্যান্ডেলে পালটা ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল রাতে বাড়িতে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কপালে গুরুতর আঘাত লাগে। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় পিজি হাসপাতালে। কপালে এবং নাকে স্টিচ করা হয় রাতেই বাড়িতে নিয়ে আসা হয় তাঁকে। এই খবর ছড়িয়ে পড়তেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক থেকে শুরু করে একের পর রাজনৈতিক ব্যক্তিত্ব আরোগ্য কামনায় টুইট করেন।

এদিন সকাল থেকেও অবশ্য মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ রয়েছেন রাজ্যের মানুষ। এরা মাঝেই বেলা ১১.৪৬ নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডেল থেকে প্রত্যেকেরই ধন্যবাদ জানিয়ে রিটুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রত্যেককেই আরোগ্য কামনার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি।

গতকাল রাতে পিজি হাসপাতালের সুপার মণিময় বন্দ্যোপাধ্যায় জানান, পেছন থেকে একটি ধাক্কা অনুভব করেন মুখ্যমন্ত্রী। এরপরেই তিনি পড়ে গিয়ে কপালে এবং নাকে গুরুতর চোট পেয়েছিলেন। অনবরত রক্তক্ষরণ হয়েছিল। নিউরোসার্জারির বিভাগীয় প্রধান, মেডিসিনের বিভাগের প্রধান এবং কার্ডিওলজিস্ট তাঁকে পরীক্ষা নিরীক্ষা করেন। যদিও, শুক্রবার সকালে মণিময় বন্দ্যোপাধ্যায় জানান, পেছন থেকে ধাক্কা দেওয়ার কোনও বিষয় নেই, তবে সেরকম একটি অনুভূতি তিনি পেয়েছিলেন।

You might also like!