West Bengal

4 months ago

Madan Mitra: ভোট সপ্তমীর আগে 'দমদম দাওয়াই' নিয়ে হাজির মদন!

Madan Mitra (File Picture)
Madan Mitra (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লোকসভার নির্বাচনী প্রচারে দেখা মেলেনি চির রঙিন এই নেতাকে। তবে শেষ দফা ভোটের আগের দিন ফের স্বমহিমায় ফিরলেন তিনি। নিন্দুকদের উদ্দেশ্যে তিনি বললেন, “দমদম মানে দাওয়াই। আমি যদি বলি, দমদম ধোলাই হবে, তাহলে সেটা অসাংবিধানিক। আমি দাওয়াইয়ের কথা বলছি। তৃণমূল কর্মীরা জানে, কোন দাওয়াই দিতে হবে, কোন মিক্সচার কোথায় দিতে হবে। ভোটের দিন ওআরএস থাকবে।”

এর পাশাপাশি তাঁর সংযোজন,  “কেন্দ্রীয় বাহিনীও তো মানুষ। মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে আমি তাঁকে ওআরএস দেওয়ার পক্ষে। কেন্দ্রীয় বাহিনী যদি মনে করে বড় বড় ওই লাঠি দিয়ে, স্টেনগান দেখিয়ে আমাদের স্টলে এসে বলবে ওআরএস দাও, তাই হয় নাকি। লাঠি দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করলে, সেই লাঠি কেড়ে নেওয়ার ক্ষমতা তৃণমূলের ছেলেদের আছে।”

মদন মিত্রের কথায় পাল্টা আক্রমণ করে বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত বলেন, “মিক্সচারেরও অ্যান্টিডোট আছে।” 

You might also like!