West Bengal

4 months ago

Thunderstorm: বজ্রপাতে মৃত্যু বেড়ে চলেছে! ঘন ঘন বাজ পড়ার কারণ কি?

Thunderstorm (File Picture)
Thunderstorm (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রবল দাবদাহের হাত থেকে মুক্তি পাওয়ার জন্যে বৃষ্টির জন্যে অপেক্ষায় মগ্ন হয়ে থাকেন বঙ্গবাসী। তবে বর্ষার সঙ্গে এখন বজ্রপাত ঘন ঘন বেড়েই চলেছে। তবে এর কারণ হিসেবে ঠিক কি জানাচ্ছেন বিশেষজ্ঞরা? আসুন জেনে নেওয়া যাকঃ

এর জন্য তিনটি কারণকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। এই তিনটি কারণ হিসেবে উঠে আসছে দূষণ, জমিতে অনিয়ন্ত্রিত সারের ব্যবহার এবং ক্লাইমেট চেঞ্জ। মূলত, এই তিনটি কারণের জন্যেই ঝড়ের সময় বজ্রপাতের সংখ্যা মাত্রাতিরিক্ত হচ্ছে বাংলার নানা প্রান্তে।

বিশেসজ্ঞের মতে, আগে কালবৈশাখী হত ঠিকই তবে এর সঙ্গে এত বজ্রপাত হত না। হিট অয়েভ বেড়ে যাওয়ায় বজ্রগর্ভ মেঘের পরিধি বাড়ছে। আবার অপরদিকে চাষের জমিতে চাষের কাজে অনিয়ন্ত্রিত ভাবে রাসায়নিক সার ব্যবহার করার ফলে অ্যামোনিয়া বেড়ে যাচ্ছে । গাড়ির ধোঁয়া, ফ্ল্যাট নির্মাণ এসব থেকে বাতাসে অদৃশ্য দূষিত ধূলিকণা বাড়ছে । এর সঙ্গে আবহাওয়ার পরিবর্তনের প্রভাব তো রয়েছেই । এই তিনের যোগ ফলে বায়ুমন্ডলে ‘সাবটেন্সিয়াল পার্টিকুলেট ম্যাটার’ বেড়ে যাচ্ছে । হিট ওয়েভের কারণে বেড়ে যাওয়া বজ্রগর্ভ মেঘ এবং এই সাবটেন্সিয়াল পার্টিকুলেট ম্যাটারগুলো পরস্পরকে আকর্ষণের ফলে বাড়ছে বজ্রপাত।

You might also like!