West Bengal

4 months ago

Loksabha Election 2024: যাদবপুরে প্রার্থী নির্বাচনে ভুল! কি বললেন সায়নী?

Mimi Chakraborty, Mamata Banerjee & Sayooni Ghosh (File Picture)
Mimi Chakraborty, Mamata Banerjee & Sayooni Ghosh (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী ১ জুন ভোট সপ্তমীতে নির্বাচন হতে চলেছে যাদবপুর লোকসভা কেন্দ্রে। আর এই কেন্দ্রে মমতার হয়ে লড়বেন তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষ। এই কেন্দ্র থেকেই গতবার রেকর্ড ভোটে জয়ী হয়েছিলেন মিমি চক্রবর্তী। তবে এবার মিমি ওই আসলে তৃণমূলের তরফ থেকে টিকিট পান নি। 

ত ররিবার সায়নীর সমর্থনে হরিনাভিতে একটি সভা করেন তৃণমূল (TMC) সুপ্রিমো। সেখানে সায়নীকে কাছে ডেকে মমতা বলেন, ‘আমার প্রার্থী সায়নী। ওকে এই কারণে দেওয়া হয়েছে, কারণ আগের বার আপনারা ততটা সার্ভিস পাননি’। মমতা (Mamata Banerjee) কারোর নাম না নিলেও তিনি যে বিদায়ী সাংসদ মিমির কথাই বলছেন তা বুঝতে কারোর অসুবিধা হয়নি। এই আবহে এবার মুখ খুললেন সায়নী।

যাদবপুর (Jadavpur) তেমন ‘সার্ভিস’ পায়নি একথা বললেও মমতা অবশ্য মিমিকে দোষারোপ করেননি। বরং বলেছিলেন , ‘তাঁর অবশ্য কোনও দোষ ছিল না। তিনি নিজের সিনেমার দুনিয়ায় ব্যস্ত। এটা আমাদেরই দোষ ছিল। সেই কারণে আমরা সেই দোষ শুধরে নিয়েছি। সায়নী এলাকায় পড়ে থেকে লড়াই করবেন। দাঁতে দাঁত চেপে উন্নয়নের কাজ করবেন’। 

You might also like!