West Bengal

4 months ago

Locket VS Abhishek: জনসভায় সরাসরি লকেটকে তোপ অভিষেকের

Inaugurate the locket directly in the public meeting
Inaugurate the locket directly in the public meeting

 

হুগলি, ১৭ মে: ‘‘লকেট চট্টোপাধ্যায়কে ভোট দিয়ে ২০১৯ সালে জিতিয়েছিলেন। তাই আপনারদের আবাসের, ১০০ দিনের টাকা বন্ধ। এ বার যদি লকেট চট্টোপাধ্যায়কে ভোট দিয়ে জেতান তবে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে।’’

শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ধনিয়াখালির কংসারিপুর মাঠের জনসভায় এই ভাষাতেই তোপ দাগেন।

হুগলির সভা থেকে বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে আক্রমণ করেন অভিষেক। অভিষেকের কথায়, ‘‘লকেট চট্টোপাধ্যায় ভোট চাইতে গেলে জিজ্ঞেস করবেন, আপনার দলের নেতৃত্বে বলেছেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবেন, এ নিয়ে আপনার অবস্থান কী? আপনি কি চান লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাক?’’

অভিষেক বলেন, ‘‘মহিলাদের অপমান করেছে বিজেপি। সন্দেশখালি নিয়ে কী ভাবে বাংলার মানসম্মান নষ্ট করেছে? বিজেপি নেতাই বলছেন, সন্দেশখালিতে কোনও ধর্ষণ হয়নি। আমরা মহিলাদের দু’হাজার টাকা দিয়ে ভুয়ো অভিযোগ করিয়েছি, তৃণমূলের নেতাদের গ্রেফতার করানোর জন্য। সারা দেশের কাছে বাংলার সম্মান নষ্ট করেছে।’’

অভিষেক বলেন, ‘‘এই ধনেখালি বিধানসভা থেকে ২০১৯ সালে আমাদের জয়ের ব্যবধান প্রায় ১২ হাজার ছিল। পরবর্তী কালে ২০২১ সালে এই বিধানসভা কেন্দ্র থেকে অসীমা পাত্রকে জয়ী করেছিলেন আপনারা। আমি অসীমা দিকে সাক্ষী রেখে বলছি, এই গ্রামে যত রাস্তা দেখছেন, সব আমাদের সরকার করেছে। কেন্দ্র সরকার কিছু করেনি।’’

হুগলি থেকে অভিষেক বলেন, ‘‘আগামী দিন আমাদের প্রার্থী যদি ৩০ থেকে ৩৫ হাজার ব্যবধানে জেতে, তা হলে আমরা ৫০ কোটি টাকার গ্রামীণ রাস্তার কাজ তিন মাসের মধ্যে শুরু করে দেব।’’

এই লোকসভা কেন্দ্রে এ বার তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে বিজেপি বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে।

You might also like!