West Bengal

1 day ago

Bankura News: বাঁকুড়ায় ফের হাতির হানা, ফসল বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন এক কৃষক

Death of farmer In Bankura
Death of farmer In Bankura

 

বাঁকুড়া, ১৩ ডিসেম্বর : জমির ফসল বাঁচাতে গিয়ে হাতির হানায় প্রাণ গেল কৃষকের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের কুড়চিডাঙ্গা এলাকায়। মৃত কৃষকের নাম রামপদ হেমব্রম (৪০)। হাতির আক্রমণের হাত থেকে চাষের আলু বাঁচাতে গিয়েই মৃত্যু হয়েছে রামপদর। শুক্রবার ২৩টি হাতির একটি পাল দ্বারকেশ্বর নদ পেরিয়ে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। হাতির আক্রমণে খেতের আলুর ব্যাপক ক্ষতি হতে পারে এই আশঙ্কায় শুক্রবার সন্ধে থেকে অন্যান্যদের সঙ্গে ফসল পাহারা দিচ্ছিলেন রামপদ। এর পরে হাতির দল খেতে ঢুকে পড়লে অন্যান্যদের সঙ্গে রামপদও হাতির পালকে তাড়াতে যান। সেই সময়েই একটি হাতির সামনে পড়ে যান রামপদ। হাতিটি তাঁকে শুঁড়ে পেঁচিয়ে মাটিতে আছাড় মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

You might also like!