West Bengal

4 months ago

Arjun Singh:বীজপুরে অর্জুনকে গো ব্যাক স্লোগান, মহিলাদের প্রতিরোধের মুখে বিজেপি প্রার্থী

Arjun Singh
Arjun Singh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গো ব্যাক অর্জুন সিং। বাংলায় পঞ্চম দফা ভোট শুরু হওয়া থেকেই এই কেন্দ্রে উত্তেজনা ছড়িয়েছে। সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে ব্যারাকপুরে। বাড়ি থেকে ভোট দিতে বেরিয়েই তৃণমূল প্রার্থীকে সতর্ক করেছিলেন অর্জুন সিং। পরে তাঁর বিরুদ্ধে গো-ব্যাক স্লোগানে উত্তেজনা বাড়ে। 

বীজপুর বিধানসভার বাবু ব্লক এলাকার তিন নম্বর বুথ জ্যাম করার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ পেয়েই ঘটনাস্থলে যান ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি পৌঁছলে তাঁকে লক্ষ্য করে 'মুর্দাবাদ' এবং 'গো-ব্যাক' স্লোগান দেওয়া হয়। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূলের একাধিক কর্মী-সমর্থকরা। তবে বিজেপির পাল্টা অভিযোগ, তৃণমূল কর্মীরা এক মহিলা বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দিয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 

অর্জুনকে কেন্দ্র করে বেশিরভাগ মহিলা তৃণমূল কর্মীই বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, প্রার্থীর মদতেই বুথ জ্যাম করছে বিজেপি। তার প্রতিবাদ করলে পাল্টা মারধরের হুমকি দেওয়া হয়েছে। 

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের টিটাগড়ে ভোট শুরুর খানিকক্ষণের মধ্যে ২১৫  নম্বর বুথে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, নিজেকে এজেন্ট পরিচয় দিয়ে ভোটকেন্দ্রের ভেতরে ঢুকেছিলেন ওই ব্যক্তি। কিন্তু ওই ব্যক্তি ওই বুথের ভোটার নয় বলেও অভিযোগ ওঠে। কেন্দ্রীয় বাহিনী সন্দেহ হওয়ায় তাঁকে সেই বুথ কেন্দ্র থেকে বের করে দেয়। ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে বিজেপি কর্মীরা।


You might also like!