West Bengal

4 months ago

Dev: রামের পাশে দেব! সহকারির বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ প্রসঙ্গে সরব তিনি

Dev next to Ram! He spoke about the complaint of taking money against the assistant
Dev next to Ram! He spoke about the complaint of taking money against the assistant

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেবের সহকারি রামপদ মান্নার বিরুদ্ধে উঠেছে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ। এবার সেই বিষয়ে কার্যত রামপদ মান্নার পাশেই দাঁড়ালেন দেব। তৃণমূল প্রার্থীর সাফ কথা, প্রমাণ না হওয়া পর্যন্ত তিনি রামপদ মান্নার সঙ্গেই আছেন।

চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে রামপদ মান্নার বিরুদ্ধে। এর প্রেক্ষিতে হাইকোর্টে মামলাও দায়ের হয়েছে। আর সেই ঘটনার প্রেক্ষিতে দেবকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'যাঁরা আমার সঙ্গে নির্বাচনে লড়ছেন, আমার পাশে আছেন, তাঁদের আক্রমণ করার চেষ্টা করছেন বিরোধী দলের প্রার্থী। আমার মনে হয় তাতে কিছু হবে না, সৎ মানুষের কোনও ভয় থাকে না। যতক্ষণ না প্রমাণ হচ্ছে যে টাকা নিয়েছে, ততক্ষণ আমি রামের (রামপদ মান্না) সঙ্গে আছি। এটা বিরোধী দলের চক্রান্ত।' দেব আরও বলেন, 'ওরা (বিজেপি) যে কোনওভাবে জিততে চায়। ও (হিরণ চট্টোপাধ্যায়) যত এই সব করবে তত আমাদের ভোটের মার্জিন বাড়বে বলে আমার মনে হয়।'

রাজনৈতিকমহলের একাংশ মনে করছে এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে নির্বাচনের মাঝে অস্বস্তি বাড়ছে দেবের। যদিও দেব নিজে সেটা একেবারেই মানতে রানি নন। দেব পালটা বলেন, 'অস্বস্তি কোথায়? প্রমাণ কোথায় হয়েছে? সৎ মানুষ অস্বস্তিতে ভোগে না। যার অসৎ তারা যখন কিছু পায় না, তখন তারা অস্বস্তিতে ভোগে। আমার মনে হয় বিরোধী দলের যে প্রার্থী, তিনি অস্বস্তিতে ভুগছেন।'

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ও। তিনি বলেন, 'ঘাটাল লোকসভা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একটা চক্র কাজ করছে। চাকরি দেওয়ার নাম করে গরিব মানুষের কাছে থেকে টাকা তোলা হচ্ছে। আমরা অডিয়োতে শঙ্কর দলুইয়ের বক্তব্য পেয়েছিলাম যে এই সাংসদ ৩০ শতাংশ কাটমানি নেন। এরপর সাংসদের পিএ-র রামপদ মান্নার বক্তব্য পেলাম, যেখানে তিনি একজনের কাছ থেকে টাকা চাইছেন।'

প্রসঙ্গত, এবারে ফের একবার ঘাটালে তৃণমূলের টিকিটে লড়ছেন দেব। বিপরীতে হিরণকে প্রার্থী করেছে বিজেপি। ইতিমধ্যেই দুই অভিনেতার লড়াই জমে উঠেছে ঘাটালে। তারই মাঝে উঠে এসেছে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ। যার জেরে নতুন করে আলোচনার কেন্দ্রে চলে এসেছে ঘাটাল।


You might also like!