West Bengal

1 week ago

Bhaskar Ghosh: স্কুল বাদ দিয়ে ডিএ আন্দোলন! অভিযোগ উঠল ভাস্কর ঘোষের বিরুদ্ধে

Bhaskar Ghosh (File Picture)
Bhaskar Ghosh (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ স্কুলে না এসে ডিএ আন্দোলন নিয়ে ব্যস্ত শিক্ষক। এবার স্কুলের অভিভাবকরা সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বিরুদ্ধে এই অভিযোগ তুললেন। বৃহস্পতিবার সকালে অভিভাবকদের একাংশ বিক্ষোভও দেখান দুর্গাপুরের ফরিদপুর ব্লকের প্রতাপপুর পঞ্চায়েতের ধবনি গ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে।

প্রসঙ্গত, এই স্কুলেই কর্মরত ভাস্করবাবু। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন এই শিক্ষক। চলতি বছরের বাজেটেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ আরও ৪ শতাংশ বৃদ্ধি করার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এপ্রিল থেকেই অতিরিক্ত ডিএ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে রাজ্যের তরফে। কিন্তু, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন রাজ্যের সরকারি কর্মীদের একাংশ। আর এই আন্দোলনের জন্য তৈরি হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। সংশ্লিষ্ট মঞ্চের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন ভাস্কর ঘোষ।

কলকাতায় এই মঞ্চে অনেক সময় দেখা যায় তাঁকে। এবার তাঁর বিরুদ্ধে স্কুলে অধিকাংশ দিন অনুপস্থিত থাকার অভিযোগে বিক্ষোভ দেখান গ্রামবাসী এবং অভিভাবকদের একাংশ। ঠিক কী অভিযোগ অভিভাকদের? বৃহস্পতিবার স্কুলের সামনে বিক্ষোভরত পম্পা বাগচি বলেন, 'আমার মেয়ে এই স্কুলে ক্লাস ওয়ানে পড়ে। মাস্টারমশাই অর্ধেক দিন স্কুলে আসেন না। অথচ টেলিভিশনে তাঁকে দেখতে পাই। অনেক পড়ুয়া এই স্কুল ছেড়ে অন্য স্কুলে চলে যাচ্ছে।'

You might also like!