West Bengal

4 months ago

Hoogly Loksabha 2024: শেয়ানে শেয়ানে টক্কর! হুগলীতে মানুষের প্রথম পছন্দ কে হতে পারেন?

Rachana VS Locket (File Picture)
Rachana VS Locket (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পশ্চিম বাংলার অন্যতম বাম ঘাঁটি হুগলীর মাটিতে সবুজ আবির ওড়ে ২০০৯ সালে। যার নেপথ্য কারণ ছিল সিঙ্গুর। সেই সময় কৃষকদের পাশে দাঁড়িয়ে লড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উক্ত সালে মমতার অন্যতম অস্ত্র হিসেবে সিঙ্গুরের ময়দানে লড়েছিলেন রত্না দে নাগ। উল্টোদিকে বামেদের দলের প্রার্থী ছিলেন রূপচাঁদ পাল। যাকে ৮১ হাজারের বেশি ভোটে হারিয়েছিলেন রত্না।

কিন্তু ২০১৯ সালে আচমকাই ঘটল পালা বদল। রত্না দে নাগকে সেই আসন থেকে হারিয়ে জয়ী হলেন লকেট চট্টোপাধ্যায়। এরপর বাংলার রাজনীতিতে একাধিক পালাবদল ঘটতে থাকে। একুশ সালের বিধানসভা নির্বাচনে রীতিমতো ঘাসফুলের ধ্বজা উড়েছিল রাজ্য জুড়ে। হুগলী বিধানসভাগুলিতে একুশে কুপোকাত হয়েছিল বিজেপি।

তবে এবার হুগলীর লোকসভা আসন থেকে মুখ্যমন্ত্রীর অন্যতম পছন্দ রচনা ব্যানার্জি। মহিলা কেন্দ্রিক টেলিভিশন অনুষ্ঠানে দীর্ঘ বছর ব্যাপী কাজের দরুন তিনি মহিলাদের কাছে বেশ জনপ্রিয়। তাই এই টলি অভিনেত্রীকে দিয়েই এবার নির্বাচনে বাজিমাত করতে চাইছে তৃণমূল। অন্যদিকে, প্রাক্তন এবং বর্তমান অভিনেত্রীর লড়াইয়ের মাঝে হুগলিতে বামেদের বাজি মনোদীপ ঘোষ। তিনি গ্ল্যামার দুনিয়ার থেকে বহু দূরে। কিন্তু, রাজনীতির আঙিনায় তাঁর বসত দীর্ঘদিনের। শেষমেশ হুগলিতে ফলাফল কী হয় সেই দিকে সব নজর।

You might also like!