West Bengal

2 months ago

Murshidabad: মুর্শিদাবাদের ডোমকলে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তে পুলিশ

Body of man recovered from Domkal in Murshidabad, police investigating
Body of man recovered from Domkal in Murshidabad, police investigating

 

মুর্শিদাবাদ, ১৬ অক্টোবর : মুর্শিদাবাদের ডোমকলে এক ব্যক্তির দেহ উদ্ধার করলো পুলিশ। বুধবার সকালে মুর্শিদাবাদের ডোমকল পুরসভার মেহেদিপাড়ায় উদ্ধার ওই দেহ। মৃতের নাম - মোমিন মণ্ডল। তাঁর বাড়ি জলঙ্গি থানা এলাকায়। বুধবার সকালে মাঠের মধ্যে দেহটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

স্থানীয়দের পক্ষ থেকে থানায় খবর দেওয়া হয়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডোমকল থানার পুলিশ। দেহটিকে উদ্ধার করে তারা ডোমকল মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হল, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।

You might also like!