West Bengal

1 month ago

Mamata Banerjee:রাজ্যকে না জানিয়ে জল ছাড়ায় ক্ষুব্ধ নবান্ন : রাজ্য সরকার

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে জল ছাড়তে শুরু করেছে ডিভিসি। যার জেরে বাংলায় বন্যার আশঙ্কা করছে রাজ্য সরকার। একইসঙ্গে রাজ্যকে না জানিয়ে জল ছাড়ায় ক্ষুব্ধ নবান্ন।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়ের প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়  জানান,বন্যা-পরিস্থিতির মোকাবিলা করতে সব রকম প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার।

পশ্চিমবঙ্গ থেকে নিম্নচাপ সরে যাচ্ছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট এখনও কমেনি। বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টিতে জলমগ্ন বিভিন্ন এলাকা। শনিবার মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ৭০ কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন। মাইথন থেকে ১২ হাজার এবং পাঞ্চেত থেকে ৩৬ হাজার কিউসেক জল ছাড়া হয়। এতে একাধিক নদীর জলস্তর বেড়ে গিয়েছে। বিশেষ করে হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানের নিচু এলাকাগুলির প্লাবনের আশঙ্কা তীব্র হয়েছে।

আলাপনবাবু জানান, “জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। প্রতিনিয়ত এই নিয়ে খোঁজখবর করছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে বিভিন্ন জেলায় প্রতিনিধিদের পাঠানো হয়েছে”।আলাপনবাবুর কথায়, "দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে ডিভিসি বাঁধ থেকে আরও ১ লক্ষ কিউসেক জল ছাড়া হবে। যা বাংলার মানুষের জন্য ঘোর বিপদজনক হবে বলে আশঙ্কা রাজ্য সরকারের। আর এই জল ছাড়ার বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা হয়নি”।

You might also like!