West Bengal

5 days ago

Elephant Attack: হাতির হামলায় পশ্চিম মেদিনীপুরে ২ জনের মৃত্যু

Elephant Attack  in West Midnapore
Elephant Attack in West Midnapore

 

পশ্চিম মেদিনীপুর, ৯ ডিসেম্বর : হাতির হামলায় কয়েক ঘণ্টার ব্যবধানে পশ্চিম মেদিনীপুরে মৃত্যু হলো দু’জনের। ঘটনা দু’টি ঘটেছে যথাক্রমে মেদিনীপুর বন বিভাগের নয়াবসত রেঞ্জের বাগাখুলিয়া এলাকায় এবং খড়্গপুর বনবিভাগের কলাইকুন্ডা রেঞ্জের কুলটিকরি এলাকায়। মৃতদের মধ্যে একজন মহিলা এবং একজন পুরুষ।

মেদিনীপুর বন বিভাগের অধীনে গোয়ালতোড় থানার বাগাখুলিয়ায় সোমবার রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে দলছুট হাতির হামলায় মৃত্যু হয় বছর ৫৫ বয়সি এক ব্যক্তির। মৃতের নাম মোহন সোরেন। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার ভাতুড়বান্দি এলাকায়। রাতেই পুলিশ তাঁর দেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়।

মঙ্গলবার ভোরে খড়্গপুর বনবিভাগের কলাইকুন্ডা রেঞ্জের অধীনে ঝাড়গ্রামের কুলটিকরিতেও দলছুট হাতির হামলায় মৃত্যু হয়েছে পঞ্চাশোর্ধ এক মহিলার। মৃতার নাম-পরিচয় জানা যায়নি এখনও।

You might also like!