Breaking News
 
Giriraj Singh on Mamata Banerjee: :‘বিহার জিতছি, এবার বাংলা টার্গেট’, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজের হুঙ্কার; পাল্টা মুখ খুলল তৃণমূলও Bihar Assembly ElectionLIVE UPDATE: ভোটের ফলে মুখ থুবড়ে পড়ল তেজস্বী যাদব! আরজেডির গড়েই পিছিয়ে লালুপুত্র, কংগ্রেসের ভরাডুবি Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে

 

West Bengal

1 year ago

BJP and tmc : বীরভূমে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান পঞ্চায়েত সদস্যার, সঙ্গে শতাধিক কর্মী

BJP and tmc (symbolic picture)
BJP and tmc (symbolic picture)

 

বীরভূম, ২৫ জুলাই : বীরভূমে আবারও বিজেপিতে ভাঙন। দুবরাজপুর ব্লকের লোবা গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যা ঝুমা রুইদাস দলত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাঁর সঙ্গে শতাধিক কর্মীও তৃণমূলে যোগ দেন। বৃহস্পতিবার জেলা তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লকের তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান, লোবা অঞ্চল সভাপতি পিনাকী চক্রবর্তী, জেলা পরিষদের সদস্যা মুনমুন ঘোষ–সহ অন্যান্য নেতারা।

লোবা গ্রাম পঞ্চায়েতে ১৮টি আসনের মধ্যে তৃণমূল পূর্ববর্তী নির্বাচনে ১৭টি আসনে জয়ী হয় এবং বিজেপি ১টি আসনে জয়লাভ করে। ঝুমা রুইদাস তৃণমূলে যোগদান করায় এখন সবকটি আসনই তৃণমূলের দখলে। ঝুমা রুইদাস জানান, "জয়ী হওয়ার পর থেকেই বিজেপির পক্ষ থেকে আমার কোনও খোঁজখবর নেওয়া হয়নি। আমি একা কোনও কাজ করতে পারছিলাম না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে আমি তৃণমূলে যোগদান করেছি। তৃণমূল কংগ্রেসের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, "ঝুমা রুইদাস ও তাঁর সাথে আরও ১৫০ জন বিজেপি কর্মী-সমর্থক তৃণমূলের উন্নয়ন দেখে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। বিজেপি শুধু ভাঁওতা দেয়, কোনও কাজ করে না।

You might also like!