Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Video

2 years ago

আধুনিকতার চাষে নব কৃষাণকে কাছে পেয়ে সাফল্য সিঁড়িতে দাঁড়িয়ে গ্রাম বাংলার কৃষকেরা

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আধুনিকতার চাষে নব কৃষাণকে কাছে পেয়ে সাফল্য সিঁড়িতে দাঁড়িয়ে গ্রাম বাংলার কৃষকেরা। বোরো ধান রোপনের পূর্বে ঋন নিয়ে বীজ ফেলেছিনের জনৈক চাষী উত্তম বাগদী। চাষের উপর নির্ভরশীল পরিবারটি বীজ রোপনেই নেমে আসে হতাশা। মাঠের মধ্যেই কাঠার পর কাঠা বীজতলা ধানবীজ কোন অজ্ঞাত কারণে লাল হয়ে নষ্ট হয়ে যেতে বসে। চাষের পূর্বেই আশানুরূপ বীজ না হওয়ায় একপ্রকার হতাশ হয়ে পড়েছিলেন চাষী উত্তম বাগদী। একরাশ স্বপ্ন এবং আশায় বুক বেধে মরসুমে পূর্বেই বিঘার পর বিঘা ফলন মুখ থুবড়ে পড়েছিল আর তাই কার্যত রাতেই ঘুম উড়েছিল। স্বল্প পুজির ও ঋণের বোঝায় জর্জরিত চাষীর আশানুরূপ গাছের বীচ তাই গোটা পরিবারই ছিল চিন্তাগ্রস্থ। বাড়িতে কাট কাটতে কাটতে হঠাৎ একদিন কে জেনো দরজায় কড়া নাড়ে। দেখা যায় নব- কৃষাণ নামক এক বেসরকারি সংস্থার দুই কর্মী দরজায় এসে হাজির। উত্তম বাবুর এই অসময়ে ফলনের হাল ধরতে এ যেনো এক দেবতার পঠানো দূত। কিন্তু ইদানিং গজিয়ে উঠেছে বেসরকারি হাজারো সংস্থা। সংস্থার জিনিস ব্যাবহারে চাষীর ফলাফল খারাপ হওয়ার মতোও একাধিক সংবাদ মিলেছে এলাকায়। আর তাতেই একরাস আতঙ্কের ছাপ চাষির মনে। ভরসা ও বিশ্বাসের জায়গাটা একপ্রকার উড়েই গিয়েছিল চাষির কাছে থেকে। তাই তাদের কে ঘরে ডেকে সব কথা শুনেই মন মানেনি তাদের তৈরি ঔষধ,সার ও কিটনাষক ব্যবহারে। একপ্রকার বাধ্য হয়েই সব হাল ছেড়ে দিয়েই নব-কৃষাণ নামক সংস্থার ওই কর্মীদের উত্তম বাবু তার জমিটি নিয়ে গিয়ে দেখায় এবং জমিটির পরিচর্যা ও ঔষধ সামগ্রী ব্যাবহারের পরামর্শ দিতে বলেন। সংস্থাটি তাদের ব্যাবহৃত জিনিস দিয়ে জমিটি পরিচর্যা শুরু করেন। গাছের উপর ব্যাবহার করেন সামান্য সার ও তাদের ঘরোয়া টোটকার অভিজ্ঞতা। পাশাপাশি সংস্থার কর্মিরা প্রতিদিন এসে দেখে যায় চাষের হাল ও গাছের দশা। লাল হয়ে ওঠা সেই বীচের জমি কয়েক দিনের মাথায় হয়ে ওঠে ঘন সবুজ। ধান রোপনের পূর্বে এরকম অসাধারণ বীচ উত্তম বাবু তার দীর্ঘদিনের চাষের জীবনে দেখেননি। ফলে অনেকটাই চিন্তা গ্রস্থ উত্তমবাবু খুশি তার পরিবারও ।

You might also like!