তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে রাঢ়বঙ্গের জেলা বাঁকুড়ায়। সকাল থেকেই অস্বস্তিকর তীব্র গরমে হাঁসফাঁস করা অবস্থা জেলাবাসীর। তাপমাত্রার পারদ ছাড়িয়েছে ৪১ ডিগ্রী। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস। আবহাওয়ার কোনো পরিবর্তন না হলে তাপমাত্রার পারদ আরও খানিকটা চড়বে বলেই সূত্রের খবর।বেলা বাড়তেই রাস্তাঘাট, বাজার হাট শুনশান থাকছে জেলায়।তীব্র গরমের কারণে মানুষ বাড়ির বাইরে বের হতে পারছেননা। বৃষ্টির অপেক্ষায় চাতকের মতো আকাশ পানে তাকিয়ে জেলাবাসী। হিট-স্ট্রোক থেকে বাঁচতে জরুরি কাজ ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করছেন চিকিৎসকেরা। তীব্র দাবদাহে বেশ কিছু পরামর্শ মেনে চললে তবেই সুস্থ থাকা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসক ডাঃ অমিতাভ চট্টরাজ।