Video

1 year ago

Cooch Behar: কোচবিহারের চেয়ারম্যানের নামে টাকা তোলার অভিযোগে পোস্টার

 

রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ও কোচবিহার জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের প্রাক্তন চেয়ারম্যান কল্যাণী পোদ্দার এই দুইজনের নামে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলা হয়েছে । এমনই অভিযোগে কোচবিহার শহরের MJN রোড সংলগ্ন সাগরদিঘী এবং নরসিংহ দিঘি আর আর এন রোড উপর লিফলেট ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকায় চাঞ্চল্য ছড়িয়ে বলল সোমবার সকাল সকাল । কোচবিহার শহরের সাগরদিঘী সহ বেশ কয়েকটি রাস্তায় একটি লিফলেট পরে সংখ্যায় পড়ে থাকতে দেখা যায় । লিফলেট এর মধ্যে লেখা রয়েছে "জনতার হুঁশিয়ারি " সাম্প্রদায়িক আমাদের দলের বর্তমান পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ও কল্যাণী পোদ্দার কোটি কোটি টাকা তছরুপ করেছে । যাহা কুচবিহারবাসীর কাছে অবগত রয়েছে । কোটি কোটি টাকা সম্ভাব্য কোচবিহারে তুলেছে চাকরি দিতে পারেনি । টাকা গায়েব করে দিয়েছে । যে টাকার কিছু অংশ কলকাতায় দেওয়া হয়েছে । আর কল্যানী পদ্মার বদলি ও চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তুলেছেন ওই মহিলাও ছেলে মেয়েদের কাছ থেকে প্রতারণা করেছে। আমাদের সময় এসেছে তাদের বাড়ি ঘেরাও করে টাকা আদায় করা । টাকা ফেরত না দিলে তাদের পিঠের চামড়া উঠিয়ে নেওয়া হবে । শেষে লেখা রয়েছে কোচবিহার এর জনগণ ।

 এমন লিফলেট চিঠি শহরের রাস্তায় পড়ে থাকা কে কেন্দ্র করে ব্যাপক শোরগোল করে গিয়েছে কোচবিহারে । তবে কারা এই চিঠি রাস্তায় ফেলল তা নিয়ে উঠছে বিভিন্ন প্রশ্ন । তার কারণ কেউ সেটা দেখেনি। তবে লেখা রয়েছে আমাদের দলের তাতে একটা বিষয় হয়তো কোথাও পরিষ্কার হচ্ছে যে তৃণমূলেরই গোষ্ঠী কোন দলের কারণ এই লিফলেট চিঠি । এই প্রসঙ্গে কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন - বিরোধীরা নোংরা খেলায় মেতেছেন সে কারণেই এই ধরনের ঘটনা তারা ঘটাচ্ছেন। ক্ষমতা থাকলে সামনে আসুক এসে বলুন আমি আমার উকিলের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। অপর পক্ষে এই প্রসঙ্গে কোচবিহার জেলা বিজেপির সভাপতি তথা বিধায়ক সুকুমার রায় বলেন - তৃণমূল সমস্ত নেতাই দুর্নীতির সাথে যুক্ত। বারংবার আদালত এটা প্রমাণ হচ্ছে সে কারণেই তারা চাকরি দেওয়ার নাম করে যে বিপুল পরিমাণ টাকা তুলেছেন তা সাধারণ মানুষ এখন ফেরত চাইছেন আর তাই সাধারণ মানুষ এভাবেই সারা শহরে পোস্টারে ছয়লাভ করে দিয়েছেন। সভাপতি সকাল থেকে পোস্টার বিতর্কে তুমুল আলোড়ন কোচবিহার জেলা জুড়ে।

You might also like!