সুন্দরবনে মাছ কাঁকড়া ধরতে গিয়ে দীর্ঘদিন ধরে বৈধ পাস না থাকায় সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মৎস্যজীবীদের। আর কিছু অসাধু বি এল সি পাশ মালিকরা মৎস্যজীবীদের থেকে প্রচুর অর্থের বিনিময়ে তাদের পাসগুলি ভাড়ায় দিয়ে ব্যবসা করছে। যার ফলে সাধারণ মৎস্যজীবীরা সেই পয়সার যোগাতে রিন দেনা তে পড়ে যেতে হচ্ছে । তাই আজ সজনেখালি বনদপ্তরের অফিসের সামনে তারাবি খুব দেখায় তাদের বৈধ পাশের দাবিতে।