ঐশী দাসের প্রতিভা দেখে তার মা বৈশাখী বাগদি ঐশীর প্রতিভা রেকর্ড করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে পাঠিয়েছিলেন। সেখান থেকে সিলেক্ট হয়েছে বলে ইমেল আসে মোবাইলে। সেখানেই বলা হয়েছে ১৪ হাজার ১৬০ টাকা দিতে হবে ইন্ডিয়া বুক অফ রেকর্ড এর সম্মাননা পত্র পেতে গেলে,এমনকি পুরো টাকা আগেই দিতে হবে তবেই মিলবে ইন্ডিয়া বুক অফ রেকর্ড এর শংসাপত্র ও পুরস্কার। টাকার কাছে প্রতিভা বিক্রি হতে দেখে পিছু হটল এই পরিবার। টাকা দিয়ে পুরস্কার কিনতে হবে জানলে আবেদন করতাম না, বলে জানান ঐশী দাসের মা বৈশাখী বাগদি।