Tripura

8 months ago

Tripura: ত্রিপুরা : লোকসভা ভোটের আগে ধর্মনগরে নতুন ভোটারদের নিয়ে সভা করল বিজেওয়াইএম

Tripura
Tripura

 

ধর্মনগর  :  ধর্মনগরে উত্তর ত্রিপুরা জেলা বিজেপি দলীয় কার্যালয়ে প্রথমবারের মতো ভোটারদের সঙ্গে মতবিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ত্রিপুরা বিজেওয়াইএম সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব, বিজেওয়াইএম রাজ্য সম্পাদক শুভঙ্কর সাহা, রাজ্য বিজেওয়াইএম মুখপাত্র অম্লান মুখার্জি সহ অন্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।

আগামী ২৬শে এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া লোকসভা ভোটের ২য় পর্বের আগে সমাবেশে ভাষণ দিতে গিয়ে, বিজেওয়াইএম রাজ্য সভাপতি সুশান্ত দেব বলেছেন নতুন ভোটাররা নরেন্দ্র মোদীকে আরও একটি মেয়াদের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দেখতে আগ্রহী। তরুণ এবং নতুন ভোটাররা সচেতন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকল্প নেই। রাষ্ট্র ও দেশের ভবিষ্যত তথা যুবকদের ভবিষ্যৎ তাঁর হাতে, তিনি বলেন।

শ্রী দেব আরও নলেন, সমস্ত নতুন ভোটারদের তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য এবং বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার বিজয় নিশ্চিত করতে 'পদ্ম প্রতীক' টিপুন বলে অনুরোধ করেছেন।ধর্মনগর, যুবরাজনগর এবং পানিসাগর এলাকার প্রায় ৩৮০ জন নতুন ভোটার এদিনের সভায় অংশ নিয়েছেন।

You might also like!