Tripura

1 month ago

Manik Sarkar: আরএসএসের নেতৃত্ব দেওয়া বিজেপি মুখোশধারী সরকার মানুষের কল্যাণে কাজ করছে না : মানিক সরকার

Manik Sarkar
Manik Sarkar

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- আরএসএসের নেতৃত্ব দেওয়া বিজেপি মুখোশধারী সরকার গত ১০ বছর ধরে ভারত শাসন করছে। কিন্তু তারা সাধারণ মানুষের কল্যাণে কোন কাজ করছে না। মানুষের উপর তাদের কোন আস্থা নেই। এই মন্তব্য করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা মানিক সরকার।

রাজধানী আগরতলার মেলারমাঠে ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার আরও বলেন, বিজেপি আশ্রিত দুষ্কৃতকারীরা প্রতিনিয়ত বিরোধী দলের গণতান্ত্রিক কার্যকলাপের উপরআক্রমণ করে যাচ্ছে। তাদের মূল উদ্দেশ্য বিরোধীদেরকে কোণঠাসা করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা। এইজন্য তারা সংবিধান থেকে গণতান্ত্রিক ব্যবস্থাকে তুলে দিতে চাইছে। পাশাপাশি তিনি আরো বলেন, মানুষ শাসকদলের এই সকল কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে গিয়েছে। যার প্রমাণ এবারের নির্বাচনে দেখা গিয়েছে। তাদের বিরুদ্ধে মানুষকে আরো বেশি সংঘটিত হওয়ার আহ্বান রাখেন মানিক সরকার।

You might also like!