Tripura

4 months ago

Chief Minister Dr. Manik Saha:৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর আগরতলায় অনুষ্ঠিত হবে নর্থ ইস্ট কাউন্সিল (এনইসি) এর বৈঠক : মুখ্যমন্ত্রী

Chief Minister Dr. Manik Saha
Chief Minister Dr. Manik Saha

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর ত্রিপুরার রাজধানী আগরতলায় অনুষ্ঠিত হবে নর্থ ইস্ট কাউন্সিল (এনইসি) এর বৈঠক। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা  এই সংবাদ দিয়েছেন। ডাঃ সাহা আনন্দ প্রকাশ করে বলেন, ত্রিপুরায় নর্থ ইস্ট কাউন্সিল (এনইসি) এর সভা অনুষ্ঠিত হবে এটা সত্যিই আনন্দের বিষয়।

মুখ্যমন্ত্রী বলেন, আগে, আমরা নর্থ ইস্ট কাউন্সিল (এনইসি)এর সভায় যোগ দিতে আসাম এবং মেঘালয়ে ভ্রমণ করতাম। এবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সহ উত্তর-পূর্ব রাজ্যগুলির ছয়জন মুখ্যমন্ত্রী এবং ছয়জন রাজ্যপাল সহ আধিকারিকরা আগরতলার বৈঠকে যোগ দেবেন।

তিনি বলেন, এই বৈঠকে ত্রিপুরার উন্নয়ন, সীমান্ত সমস্যা, যোগাযোগ, পরিকাঠামো সহ যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা ত্রিপুরার উদ্ভাবনী কাজগুলি তুলে ধরব এবং উত্তর-পূর্বের রাজ্যগুলির সাথে আলোচনা করব। ডাঃ সাহা আরও বলেন যে ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর নর্থ ইস্ট কাউন্সিল (এনইসি) এর সভায় বিপুল সংখ্যক প্রতিনিধি উপস্থিত থাকার প্রেক্ষিতে তিনি ব্যবস্থাগুলি তদারকি করার জন্য একটি পর্যালোচনা সভা করবেন।


You might also like!