Tripura

9 months ago

Dr. Manik Saha:কমিউনিস্টরা দীর্ঘদিন ক্ষমতায় থাকা সত্ত্বেও ত্রিপুরার কোনও উন্নয়ন হয়নি : মুখ্যমন্ত্রী

Dr. Manik Saha
Dr. Manik Saha

 

উদয়পুর (ত্রিপুরা) : আগামী ১৯ এপ্রিল লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে ভোট গ্রহণ করা হবে। এই নির্বাচন আগামী দিনে দেশের ও রাজ্যের মানুষ মোদীর হাতকে শক্তিশালী করার জন্য আর কয়েকটা দিন অপেক্ষায় আছেন‌। তূতীয়বারের জন্য দেশের দায়িত্বভার নেওয়ার জন্য মোদীর নেতূত্বে বিজেপি জোট ক্ষমতায় আসবে। এতে কোনও সন্দেহ নেই, রবিবার গোমতী জেলার উদয়পুরের কাঁকড়াবন কূষিদপ্তরের গোডাউন মাঠে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

তিনি মোদীর নেতৃত্বে গত দশ বছরের উন্নয়ন এবং এ রাজ্যের ছয়মাসের বিজেপি জোটের ক্ষমতায় আসার পর উন্নয়নের চিত্র তুলে ধরেন বিশিষ্ট নাগরিকদের সামনে। তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী শুধু উন্নয়ন আর উন্নয়ন নিয়ে চিন্তা ভাবনা করেন। কীভাবে দেশের মানুষের সার্বিক উন্নয়ন করা যায় এ নিয়ে কাজ‌ করে চলেছে গত দশবছর ধরে। মায়েদের লাখপতি বানানো, মায়েদের চোখের জলে যাতে করে রান্না করতে না হয় সেই জন্য বিনা পয়সায় উজ্জ্বলা গ্যাসের ব্যবস্থা করা, কূষকদের আয়কে দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করে চলেছে। দেশের প্রত্যেক বাড়িতে বিনা পয়সায় পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছে।

মুখ্যমন্ত্রী এই রাজ্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনার মতো করে তা চালু করে দিয়েছেন। শিক্ষায় উন্নয়ন হয়েছে। বিরোধী দলের কোন কর্মসূচি হাতে নেই। কীসের ভিত্তিতে তারা ভোট চায়। সিপিআইএম ও কংগ্রেস দলকে একহাত নিয়ে বলেন স্বাধীনতার পর এই দেশের জন্য তারা কি কাজ করেছে। দেশের উন্নয়নের জন্য কোন কাজ ওরা করেনি। এই‌ রাজ্যে দীর্ঘ দিন ধরে কমিউনিস্টরা ক্ষমতায় থাকা সত্ত্বেও রাজ্যের কোনও উন্নয়ন হয়নি। রাস্তা ঘাট, জল, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে কোনও উন্নয়ন হয়নি, বলেন তিনি।

কাঁকড়াবনে বিশিষ্ট নাগরিকদের সাথে মতবিনিময় সভায় উপস্থিতি ছিলেন লক্ষণীয়। মুখ্যমন্ত্রী ছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিধায়ক অভিষেক দেবরায়, টিআইডিসি–র চেয়ারম্যান নবাদল বণিক প্রমুখ।

You might also like!