Tripura

3 months ago

Dr. Manik Saha:ত্রিপুরায় বন্যা : সর্বদলীয় বৈঠক করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা

Dr. Manik Saha
Dr. Manik Saha

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা রাজ্য গেস্ট হাউসে একটি সর্বদলীয় বৈঠকের সভাপতিত্ব করেন এবং রেকর্ড বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।মুখ্যমন্ত্রী বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সম্বোধন করেন। সেইসাথে সরকারের গৃহীত পদক্ষেপগুলি তুলে ধরেন এবং তাদের পরামর্শগুলিও গ্রহণ করেন।

মুখ্যমন্ত্রী বন্যা-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত প্রচেষ্টার জন্য সমস্ত রাজনৈতিক দলকে আবেদন করেছিলেন। বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, কংগ্রেস রাজ্য সভাপতি আশীষ কুমার সাহা সহ কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, তিপ্রা মোথা এবং অন্যান্য দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতিনিধিরা বন্যা ব্যবস্থাপনায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তথ্য দপ্তরে সচিব পি.কে চক্রবর্তী, রাজস্ব সচিব ব্রিজেশ পান্ডে, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ড. বিশাল কুমার সহ অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

You might also like!