Travel

1 year ago

World tourism day 2023 : বিশ্ব পর্যটন দিবসে 'ট্রাভেল ফর লাইফ' অনুষ্ঠানের বার্তা সূচক মেট্রো ট্রেনের যাত্রার সূচনা

Ajay Bhat(File Picture)
Ajay Bhat(File Picture)

 

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর  : কেন্দ্রীয় পর্যটন প্রতিমন্ত্রী অজয় ভাট বুধবার দ্বারকা সেক্টর ২১-এ 'ট্রাভেল ফর লাইফ' অনুষ্ঠানের বার্তা সূচক একটি মেট্রো ট্রেনের যাত্রার সূচনা করেছেন। এই উপলক্ষে অজয় ভাট বলেন, 'জীবনের জন্য ভ্রমণ' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি মিশন। এই মিশনটি বসুধৈব কুটুম্বকমের মূল্যবোধের উপর ভিত্তি করে তৈরি হয়েছে।

অজয় ভাট জানান, বসুধৈব কুটুম্বকমের অর্থ হল মানুষের সমগ্র বিশ্বকে নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত। সমগ্র বিশ্ব একটি পরিবার- এই বার্তাটি আমরা জি-২০ সম্মেলনে বিশ্বকে দিয়েছিলাম। এই বার্তাটি গোটা বিশ্বে প্রভূত প্রশংসিত হয়েছিল। পরিচ্ছন্নতা অভিযান প্রসঙ্গে তিনি বলেন, পর্যটনের সঙ্গে অনেক বিষয় জড়িত। সবার উচিত পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে নজর রাখা। পরিচ্ছন্নতা অভিযান সবার অভিযান। তাই পরিবেশের প্রতি সবারই খেয়াল রাখতে হবে।

অজয় ভাট আরও বলেন, ভারতীয় সংস্কৃতিতে ‘বসুধৈব কুটুম্বকম’ মন্ত্রটি সারা বিশ্বে সমাদৃত হয়েছে। ভারত প্রতিটি প্ল্যাটফর্মে মানবতার মূল্যবোধকে তুলে ধরেছে। ১৯৮০ সালে প্রথমবার বিশ্ব পর্যটন দিবস পালিত হয়। জাতিসংঘের বিশ্ব বাণিজ্য সংস্থা এই দিবসটি পালনের সূচনা করে। ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালনের একটি বিশেষ কারণ হল, ১৯৭০ সালের এই দিনে জাতিসংঘ বিশ্ব বাণিজ্য সংস্থার স্বীকৃতি পেয়েছিল। এইজন্যই ইউএনডব্লুটিও-এর বার্ষিকীতে ‘বিশ্ব পর্যটন দিবস’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

You might also like!